chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২ মাসের মধ্যে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আগামী দুই মাসের মধ্যে কর্ণফুলী তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাইকোর্টকে অবহিত করতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারী এডভোকেট মনজিল মোরশেদ জানান, দুইদিন শুনানির পর মাননীয় আদালত শেষবারের মতো বন্দর কর্তৃপক্ষকে আগামী দুই মাসের মধ্যে কর্ণফুলী তীরের সকল স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেন। দুই মাসের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে বন্দর চেয়ারম্যানকে হাইকোর্টে এসে জবাবদিহি করতে হবে।

গত বুধবার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ মামলার নির্ধারিত তারিখ ধার্য ছিল। বন্দর কর্তৃপক্ষ সময়ের আবেদন করলে আদালত আজকে ৮/১২/২০ আদেশের দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গত, উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম বন্দরের প্রাণখ্যাত কর্ণফুলী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১৯ সালের ৪ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের অভিযানে ২৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয় প্রায় ১০ একর ভূমি, আলোর মুখ দেখে পাঁচটি খালের মুখ। এরপর গত ২১ মাসেও আর কোনো অভিযান পরিচালিত হয়নি।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর