chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৬টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নিয়ে ‘সম্মিলিত পরিষদ’ গঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ১৬টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে সম্মিলিত পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সম্মিলিত পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শেখ আবদুল মান্নান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক চন্দন কুমার দে।

এর আগে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের জন্য চট্টগ্রামে কাজ করে এমন রেজিস্টার্ড ১৬টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নেতৃবৃন্দ ইতিপূর্বে অনানুষ্ঠানিক কয়েক দফা আলোচনায় মিলিত হন।
চূড়ান্তভাবে চট্টগ্রামের শ্রমিক-কর্মচারীদের জন্য জোটবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে একটি প্লাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়।

এ পরিষদ চট্টগ্রামে শ্রমিক অধিকার, মানবাধিকার, শ্রমিক ছাটাই বন্ধ, বন্ধ কারখানা পুনরায় চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ শ্রমিকদের সকল সমস্যা সমাধানে প্রচেষ্টা চালাবে বলেও জানানো হয়।

১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে রয়েছেন, সভাপতি বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল লেদার ওর্য়াকার্স ফেডারেশনের শেখ আবদুল মান্নান, সাধারণ সম্পাদক বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের চন্দন কুমার দে, সিনিয়র সহ-সভাপতি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দিলীপ কুমার নাথ, সহ-সভাপতি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মো. ফয়েজ আহম্মদ, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওর্য়াকার্স ফেডারেশনের আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের মো. মোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্যাম দুলাল দেব বর্মণ, অর্থ সম্পাদক বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের মো. ইউছুপ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী পরিষদের মো. সোহেল হক, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ বিপ্লবী গার্মেণ্টস শ্রমিক ফেডারেশনের মো. আবুল কাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রীণ বাংলা গার্মেন্টস ওর্য়াকার্স ফেডারেশনের মো. সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস এন্ড টেক্সটাইল ওর্য়াকার্স ফেডারেশনের মো. এমরান হোসেন, নারী সম্পাদক টেক্সটাইল গার্মেন্টস ওর্য়াকার্স ফেডারেশনের রোজি বেগম, যুব সম্পাদক গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের মো. সালাউদ্দিন পারভেজ, কার্যকরী সদস্য পদে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস কর্মচারী লীগের পারুল আক্তার বর্ষা নির্বাচিত হয়েছেন।

সভায় একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, বখতিয়ার উদ্দিন খান, মশিউর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মাহফুজুর রহমান খান, মো. মশিউদ্দৌলা।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর