chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তিন ইটভাটা উচ্ছেদ করে দেড়শ একর সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর পৃথক তিন ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি ইটভাটা উচ্ছেদ করে প্রায় ১৫০ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) নগরীর কাট্টলী সার্কেলের বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা এবং সিডিএ লিংক রোড সংলগ্ন এসব খাস জমিতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, উত্তর কাট্টলীর বঙ্গোপসাগরের তীরবর্তী সংরক্ষিত বনাঞ্চলের পাশের প্রায় শতাধিক একর সরকারি খাস জমি দখল করে দুটি ইট ভাটা গড়ে তোলা হয়।

এছাড়া বায়েজিদ – ফৌজদারহাট লিংক রোড এলাকায় সরকারি খাস জমি দখল করে আরেকটি ইট ভাটা গড়ে তোলা হয়। আজ অভিযান চালিয়ে এসব এলাকার তিনটি ইট ভাটা উচ্ছেদ করা হয়েছে। প্রায় ১৫০ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর