chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, এর উপকারিতা সম্পর্কে সচেতন করা জরুরি: ডব্লিওএইচও

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান। তিনি বলেন, ভ্যাকসিন বাধ্যতামূলক করার চেষ্টার চেয়ে এর উপকারিতা সম্পর্কে লোকজনকে বুঝানো অনেক বেশি কার্যকর হবে।

মাইকেল রায়ান বলেন, ভ্যাকসিনের গল্প একটি সুসংবাদের গল্প। এটি জীবাণু প্রতিরোধে মানুষের সম্ভাবনা ও উদ্যমের বিজয়। আমাদের দরকার মানুষকে বুঝানো, রাজি করানো।

ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে কি-না এ ধরনের প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি মনে করি আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি তাদের উচিত ভ্যাকসিনের নানা দিক নিয়ে মানুষকে বুঝানো এবং তাদের সিদ্ধান্ত তাদেরকেই নেয়ার সুযোগ দেয়া।

এছাড়া সংস্থার টিকাদান বিভাগের পরিচালক ওব্রিয়েন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করিনা এ ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রয়োজন আছে, বিশেষ করে এই ভ্যাকসিনের ক্ষেত্রে। বরং এর পরিবর্তে লোকজনকে উৎসাহিত করা দরকার।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর