chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আঙুলে অস্ত্রোপচার করতে দুবাই গেলেন মুমিনুল

ডেস্ক নিউজ:  দুবাইয়ের উদ্দেশ্যে আজ মঙ্গলবার ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সেখানে তার হাতের আঙ্গুলে অস্ত্রোপচার হবে তার।

দুবাই পৌঁছে বুধবার চিকিৎসকের সঙ্গে দেখা করবেন মুমিনুল হক। এরপরই অপারেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দুবাইয়ের বুরজিল হাসপাতালে হবে মুমিনুলের আঙুলের অস্ত্রোপচার।

গত সপ্তাহে জেমকন খুলনার বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় তিনি ডান হাতের তর্জনীতে আঘাত পান। স্ক্যানিংয়ে মুমিনুলের আঙ্গুলে গুরুতর ফাটল ধরা পড়ে।

এই ধরনের ইনজুরি থেকে সুস্থ হতে সচরাচর কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে বলে মনে করেন চট্টগ্রামের ফিজিও মোহাম্মদ এনামুল হক।

এদিকে, সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারিতেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। যে কারণে, হাতের আঙ্গুলের এই ছোট অপারেশনের জন্য কোয়ারেন্টাইনসহ লম্বা একটি সময় নষ্ট করে ফেললে মুমিনুলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পাওয়াটা কঠিন হয়ে যাবে। অথচ, এখনই অস্ত্রোপচার করলে, তাকে অনায়াসে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে পাওয়া যাবে। এ কারণেই মূলতঃ মুমিনুলকে পাঠানো হয়েছে দুবাইতে।

এই বিভাগের আরও খবর