chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেসি-রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্ব

খেলা ডেস্ক: রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর থেকে লিওনেল মেসির সাথে তার দ্বৈরথ দেখা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে ফুটবলপ্রেমীরা। অবশেষে তাদের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কারণ আজ রাতে মুখোমুখি হবেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা।

চ্যাম্পিয়নস লিগের সুবাদে দুই তারকার দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। মঙ্গলবার রাতে বার্সেলোনার বিপক্ষে লড়বে জুভেন্টাস।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে দুই দেশের দুই ক্লাব পড়েছে একই গ্রুপে। ফলে এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা।

প্রথম সাক্ষাতে অবশ্য দুজনের দেখা হয়নি। সে সময় রোনালদো করোনা আক্রান্ত ছিলেন। রোনালদোকে ছাড়া খেলতে নেমে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল জুভেন্টাস। পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি।

এবার মেসিদের ডেরা ন্যু ক্যাম্পে প্রতিশোধ নেয়ার সুযোগ রোনালদোর। যদিও বার্সা ও জুভেন্টাস দুই দলেরই শেষ ষোল নিশ্চিত হয়ে গেছে। কিন্তু গুরুত্বহীন ম্যাচটা বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছে মেসি-রোনালদোর লড়াইয়ের কারণেই।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর