chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পাহাড়তলীতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ডেস্ক : পরাজিত শত্রু উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক রাতের অন্ধকারে কুষ্টিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে নগরীর পাহাড়তলীতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ সংগঠক ইন্জিনিয়ার মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে এবং সাবেক পাহাড়তলী থানা ছাত্রলীগ আহ্বায়ক ইয়াকুবুল ইসলাম টিপুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিলটি পাহাড়তলী থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর অলংকার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজী আলতাফ হোসেন। তাছাড়া অতিথির বক্তব্য রাখেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোজাফফর আহমদ মাসুম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক এস এম আলমগীর, যুগ্ম আহবায়ক এরশাদ মামুন, মহিলা আওয়ামী লীগ নেত্রী তসলিমা নুরজাহান রুবি, মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, মোস্তফা কামাল বাচ্চু, যুবলীগ নেতা ইমরান আলী রাজু, কামরুন জামান রুমান, রবিউল হাসান, আবদুল্লাহ আল নোমান, কায়সার হামিদ স্বেচ্ছাসেবক লীগ নেতা তামজীদ মাজহার, সাইকুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা আলী আকবর শাহীন, সাজ্জাদ হোসেন, আবু বক্কর, রিয়াদ, সাব্বির, সাকিব, আবদুর রহিম, আবদুল করিম, আফরান সুজন, রাশেদ, আলিফ,মাহফুজ, সাইফুল, রুবেল, সানী, কোরবান, সুজন, মহিউদ্দীন, অভি প্রুমুখ।

বক্তারা বলেন, জাতির জনকের ভাস্কর্যের অবমাননা কোনভাবেই মেনে নেওয়া হবে না। উগ্র মৌলবাদী গোষ্ঠী যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নোংরা খেলায় মেতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার ও শাস্তি কার্যকর করার দাবী জানিয়েছে বক্তারা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর