chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বে চিকিৎসাধীন করোনা রোগী ১ কোটি ৯২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী এখনো নিয়ন্ত্রণহীন প্রাণঘাতী করোনা ভাইরাস। সারা পৃথিবীতে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার ৫৫০ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ৩৯৭ জন করোনা রোগী, যাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ১৩৯ জনের অবস্থা গুরুতর।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৫ লাখ ৪১ হাজার ৬৪১ জন মানুষ। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৫১২ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৫২৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ লাখ ৭৬ হাজার ৮০১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৬৬ লাখ ৩ হাজার ৫৪০ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯।

রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ২৪ লাখ ৬০ হাজার ৭৭০ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২২ লাখ ৯২ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ইতালি (১৭ লাখ ২৮ হাজার ৮৭৮ জন), যুক্তরাজ্য (১৭ লাখ ২৩ হাজার ২৪২ জন), স্পেন (১৬ লাখ ৯৯ হাজার ১৪৫ জন), আর্জেন্টিনা (১৪ লাখ ৬৩ হাজার ১১০ জন) ও কলম্বিয়া (১৩ লাখ ৭১ হাজার ১০৩ জন)।

যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ লাখ ৮৮ হাজার ৯০৬ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে প্রাণহানি বেড়ে ১ লাখ ৭৬ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে।

ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ৫৯০ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ৭১৭ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৬১ হাজার ২৪৫ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৬০ হাজার ৭৮ জন), ফ্রান্স (মৃত্যু ৫৫ হাজার ১৫৫ জন), ইরান (মৃত্যু ৫০ হাজার ৩১০ জন), স্পেন (মৃত্যু ৪৬ হাজার ২৫২ জন) ও রাশিয়া (৪৩ হাজার ১৪১ জন)।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর