chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার টিকা নেবেন রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ মঙ্গলবার থেকে শুরু হবে। ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নেবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা এ টিকা নিতে পারেন বলে জানা গেছে। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি এ টিকার অনুমোদন দেওয়া হয় গত সপ্তাহে।

জানা যায়, বয়স ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ টিকার অগ্রাধিকার নির্ধারণ করেছে যুক্তরাজ্যে। তাই বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও সেখানকার কর্মী এবং ৮০ বছরের বেশি বয়সী লোকজন অন্যদের আগে টিকা পাবেন। সে কারণেই অগ্রাধিকারের ভিত্তিতে টিকা প্রয়োগ করা হবে রানি ও প্রিন্সের দেহে। রাজ পরিবারের অন্যান্য সদস্যরা আপাতত সেই সুযোগ পাচ্ছেন না।

ব্রিটেনে এখন পর্যন্ত ১৭ লাখ ১০ হাজার ৩৭৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এবং করোনায় মারা গেছেন ৬১ হাজার ১১১ জন। সূত্র: ডেইলি মেইল

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর