chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মাস্ক না পরায় ৫৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে মাস্ক না পরার অপরাধে ৫৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

আজ শনিবার নগরীর নাসিরাবাদ, গোলপাহাড় মোড়, জিইসি, কাজির দেউড়ী, কোতোয়ালি মোড় ও নতুন ব্রীজ এলাকায় এই অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, নাসিরাবাদ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

এসময় মাস্ক না পরায় ৮ জনকে ৮টি মামলার মাধ্যমে ১৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১০০ টি মাস্ক বিতরণ করা হয়।

এদিকে নগরীর গোল পাহাড় মোড়, জিইসি এবং কাজির দেউড়ী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে ৩০ টি মামলায় ৩৭জন ব্যক্তিকে ১১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় গরীব ও অসচ্ছল মানুষদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষে ২০০ মাস্ক বিতরণ করা হয়।

এছাড়া নগরীর কোতোয়ালি মোড় ও নতুন ব্রীজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। এসময় ১৩ টি মামলায় ১৩ জনকে ১৪৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এসএএস/চখ

এই বিভাগের আরও খবর