chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ বিশ্ব মৃত্তিকা দিবস

ডেস্ক নিউজ: আজ শনিবার (৫ ডিসেম্বর) ‘বিশ্ব মৃত্তিকা দিবস’। ‘মাটি বাঁচিয়ে রাখুন, মাটির জীববৈচিত্র্য রক্ষা করুন’- এ স্লোগানে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি

২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস)। পরে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশেও করা হয়েছে নানা আয়োজন। তবে, করোনাভাইরাসের সংক্রমণের কারণে আয়োজন অনেকটাই সীমিত।

সাধারণত জাতিসংঘ প্রতিবছর দিবসটি পালন করে থাকে। মূলত থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের জন্মদিনকে সম্মান জানাতেই এ দিনটিকে বেছে নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. খলিলুর রহমান জানান, প্রতিবছর দিবসটি উপলক্ষে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কিন্তু এবার করোনা পরিস্থিতির জন্য দিবসটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের কোনও আয়োজন নেই।’

দিবসটি নিয়ে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

এমআই/চখ