chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় ক্লিনিক ও ল্যাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বাস্থ্যসেবা মনিটরিং করতে মাঠে নেমেছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে  অভিযান পরিচালিত হয়।

উপজেলার সাইনিং ডায়গনস্টিক সেন্টার, দি ল্যাব এইড, ছায়াপথ ক্লিনিক ও স্টার ল্যাবসহ কয়েকটি ল্যাবে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এদের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় স্টার ল্যাবকে ৫ হাজার টাকা এবং স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ক্লিনিক পরিচালনা করার কারণে ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটালকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এসব তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ সাইফুদ্দীন বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৪টি ক্লিনিক ও ল্যাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠান থেকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ সেবা প্রদান বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর