chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোতোয়ালীতে ২০২ মোবাইলসহ ১১ চোর ও ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক : নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ও ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে কোতোয়ালী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।

আটককৃতরা হলেন- রাজিব হোসেন (২৭), মো. শাহ আলম (৩০), শাকিল (২৪), মহিউদ্দিন (২৭), ইয়াকুব হোসেন সাইমুন (১৯), মো. শাহাদাত (২২), মো. সাজ্জাদ (২২), মিজানুর রহমান রাকিব (২০), দুলাল (২০) এবং রবিন (২৩), মো. ফজলুল করিম (৩৫)।

কোতোয়ালীতে ২০২ মোবাইলসহ ১১ চোর ও ছিনতাইকারী আটক
উদ্ধারকৃত ২০২টি চোরাই মোবাইল।

এডিসি পলাশ কান্তি নাথ জানান, পুরাতন রেল স্টেশন, নতুন রেল স্টেশন ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে মোট ২০২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই ও ছিনতাই করা মোবাইলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাছাড়া চোরাই মোবাইল বিক্রির সঙ্গে ৫০ জন ব্যবসায়ী জড়িত বলে আমরা তথ্য পেয়েছি। তথ্যগুলো যাচাই-বাছাই করে তাদের আটক করার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ও কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা উপস্থিত ছিলেন।

এমএইচকে/এএমএস

এই বিভাগের আরও খবর