chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই কোটি নতুন বই পাচ্ছে চট্টগ্রামের মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ : নতুন বছরের শুরুতে চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৩ লাখ ৭৮ হাজার ২৯৮ জন শিক্ষার্থীকে বিনামূল্যে ২ কোটি ৩৭ হাজার ৭৩৬টি নতুন বই দিচ্ছে সরকার

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিবছরের মতো এবার ১ জানুয়ারি স্কুলে স্কুলে বই উৎসব না হলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই তুলে দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্বাবধানে চট্টগ্রামের দুই হাজার ৩৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ ৫ হাজার ৭২৯ জন শিক্ষার্থীকে ৪৫ লাখ ৯৮ হাজার ১৩৯টি নতুন বই দেওয়া হবে।

অন্যদিকে ইংরেজি ভার্সনের ৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩০২ জন শিক্ষার্থী ৮০ হাজার ১৭৮টি নতুন বই পাবে। এছাড়া প্রাক-প্রাথমিকের এক লাখ ৬১ হাজার ৭১৪ জন শিক্ষার্থীকে এক লাখ ৬১ হাজার ৭১৪টি নতুন বই দেওয়া হবে।

সব মিলিয়ে প্রাথমিক স্তরের ১১ লাখ ৮২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী সরকারিভাবে বিনামূল্যে ৪৮ লাখ ৪০ হাজার ৩১টি নতুন বই পাবে এ বছর।

ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৪ লাখ ৪৫ হাজার ৮৯৮টি নতুন বই এসে পৌঁছেছে। বাকি বই ২০ ডিসেম্বরের মধ্যেই এসে পৌঁছাবে বলে জানিয়েছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল।

জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জেলা শিক্ষা অফিসের তত্বাবধানে চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী এবং মাদ্রাসা মিলিয়ে দুই হাজার ২৮৭টি প্রতিষ্ঠানের ১১ লাখ ৯৫ হাজার ৫৫৩ জন শিক্ষার্থীকে এক কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৭০৫টি নতুন বই দেওয়া হবে। এর মধ্যে প্রথম চালানে সাড়ে চার লাখ নতুন বই জেলা শিক্ষা অফিসে এসে পৌঁছেছে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন প্রিন্টিং প্রেস বন্ধ থাকায় নতুন বই ছাপা নিয়ে সংকট তৈরি হয়। এই কারণে এবার মাধ্যমিকের নতুন বই কিছুটা ধীরে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর