chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এমসি কলেজে গণধর্ষণ, আসামিদের বিরুদ্ধে চার্জশিট আজ

ডেস্ক নিউজ:  সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার দায়ের করা মামলায় অবশেষে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আটজনকে অভিযুক্ত করে এই চার্জশিট আদালতে দাখিল করবে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে আদালতে চার্জশিট জমা দেয়া হবে। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে সাইফুর রহমানকে। মামলার আসামিদের ডিএনএ টেস্টের প্রতিবেদন না পাওয়ায় চার্জশিট দাখিলে বিলম্ব হয়েছে। গত রবিবার ডিএনএ টেস্টের রিপোর্টটা হাতে পায় পুলিশ। এতে আসামিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। বেলা ১২টায় পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন ২৫ বছর বয়সী ওই তরুণী। অভিযুক্তরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন।

এইচএমকে/নচ

এই বিভাগের আরও খবর