chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস পর্যন্ত বাড়ল

ডেস্ক নিউজ : আয়কর ও রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আজ জমা দেওয়ার শেষ সময় থাকলেও আরো এক মাস বাড়ানো হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

তিনি বলেন, ব্যক্তি করদাতা, ব্যবসায়ী ও আয়কর আইনজীবী, জনপ্রতিনিধি সব পক্ষের অনুরোধে করোনা পরিস্থিতিতে আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত (এক মাস) বাড়ানো হলো।

এর আগে রোববার (২৯ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, তেমন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হওয়ায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হচ্ছে না। এ সময় তিনি জরিমানা বাধ্যতামূলক নয় বলেও জানান।

এনবিআর চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেয়ার সময় এক মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, এ বছর আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আর বাড়বে না। ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে। তার এই ঘোষণার পর অনেকে তাড়াহুড়ো করে গতকাল ও আজকের মধ্যে রিটার্ন দাখিল করেন। তবে শেষ পর্যন্ত সময় আরো এক মাস বাড়ানো হলো। সাধারণত প্রতি বছরই এই সময়সীমা বাড়িয়ে থাকে এনবিআর।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর