chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘আপনার মাস্ক কই, নো মাস্ক নো সার্ভিস’

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় ইতোমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নানা সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন স্থানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়। যা এখনও চলমান।তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টিম কোতোয়ালী।

রবিবার (২৯ নভেম্বর) কোতোয়ালী থানার নিউমার্কেটসহ আশেপাশের এলাকায় ‘আপনার মাস্ক কই’? শিরোনামে প্রচারাভিযানে নামে পুলিশ। এসময় সাধারণ মানুষকে মাস্ক পড়তে উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিনামূল্যে হাজার মাস্কও বিতরণ করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন চট্টলার খবরকে জানান, আমরা সবার মাস্ক পড়া নিশ্চিত করতে চাই। এজন্য যারা মাস্ক পড়েননি তাদেরকে জিজ্ঞেস করছি ‘আপনার মাস্ক কই’। পাশাপাশি যারা মাস্ক পড়েছেন তাদেরও বলছি মাস্ক না পড়া ব্যক্তিদের একই প্রশ্ন করতে। আমরা সবাই এইভাবে সবাইকে প্রশ্ন করলে শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করতে পারব।

তিনি আরো জানান আজ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হলেও পরবর্তীতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নিশ্চিত করা হবে।

এমএইচকে/এএমএস