chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টিয়া পাখির ঝাঁকে মুখরিত গুমাই বিল

ছবি প্রতিবেদন : চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিল। প্রায় তিন হাজার হেক্টর আয়তনের এ বিলের চারদিক মৃদু বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের মৌ মৌ গন্ধ।

টিয়া পাখির ঝাঁকে মুখরিত গুমাই বিল
রাঙ্গুনিয়া গুমাই বিল

পাকা ধানের সুগন্ধে বিলে আগমন ঘটেছে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখির। ধান খাওয়ার লোভে বিলের চার পাশে উড়ে বেড়াচ্ছে পাখিগুলো।

শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিল।
শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিল

তাদের কিচিরমিচির শব্দে ভরে উঠেছে বিলটি। গুমাই বিলের নিদারুণ সুন্দর দৃশ্যে নজর কাড়ছে এলাকাবাসীর।

টিয়া পাখির ঝাঁকে মুখরিত গুমাই বিল
রাঙ্গুনিয়া গুমাই বিল। সৌন্দর্যের এক অপরূপ লীলা ভূমি।

এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলা ভূমি।

টিয়া পাখির ঝাঁকে মুখরিত গুমাই বিল
শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিল

এমনই একটি চমৎকার দৃশ্য ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন চট্টলার খবরের ফটোসাংবাদিক এম ফয়সাল এলাহী। 

এই বিভাগের আরও খবর