chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ এখন ১৮৪ নম্বর

ডেস্ক নিউজ: ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানের ১৮৪ তম স্থানে আছে।

শুক্রবার(২৭নভেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে র‌্যাংকিংয়ের এই হালনাগাদ তালিকা।

শীর্ষস্থানে আগের মতোই আছে বেলজিয়াম। প্রথম ছয় স্থানে কোনো পরিবর্তন আসেনি। বেলজিয়ামের পর যথাক্রমে আছে- ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন। এক ধাপ এগিয়ে সাতে উঠেছে আর্জেন্টিনা। এক ধাপ নেমে আট নম্বরে উরুগুয়ে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরে বাংলাদেশ জাতীয় দল। প্রথম ম্যাচে ২-০ গোলে জয়ের পর দ্বিতীয়টিতে গোলশূন্য ড্র করে স্বাগতিকরা। এর প্রভাবই পড়েছে ফিফা র‌্যাংকিংয়ে। শীর্ষ ১০ থেকে বেরিয়ে গেছে ক্রোয়েশিয়া এখন ১১ নম্বরে। কলম্বিয়ারও একই অবস্থা। তারা শীর্ষ দশ থেকে নেমে গেছে ১৫ নম্বরে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর