chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেনীতে তক্ষকসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক : ফেনী মডেল থানাধীন রামপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি বন্যপ্রাণী (তক্ষক) উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের ২জন কে আটক করেছে র‌্যাব-৭।

গত বুধবার (২৫ নভেম্বর) রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ ইয়াকুব আলী (১৮), পিতা- আশরাফুল ইসলাম, মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ সাব্বিরকে (১৯) আটক করে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেনী মডেল থানাধীন রামপুর এলাকার মদিনা অটো মোবাইল এন্ড ওয়ার্কস এর সামনে কতিপয় চোরাকারবারী বন্যপ্রাণী পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

আটককৃত আসামিদের দেখানো ও শনাক্তমতে নিজ হেফাজতে থাকা একটি খাঁচাসহ দু’টি বন্যপ্রাণী (তক্ষক) উদ্ধার করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত বন্যপ্রাণী (তক্ষক) অবৈধ ভাবে নিজ দখলে রেখে দেশ-বিদেশে পাচার করে আসছে।

উদ্ধারকৃত বন্যপ্রাণী (তক্ষক) দু’টি খাঁচাসহ বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, ফেনী এর নিকট হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা বন্যপ্রাণী (তক্ষক) দু’টি ২০লক্ষ টাকায় বিক্রয়ের জন্য চেষ্টা করছিল।

আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর