chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের টেকনিক্যাল কাজের স্বীকৃতিসহ বেতন বৈষম্য দূরীকরণে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি শুরু হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, স্বাস্থ্য সহকারীদের এই আন্দোলন কর্মসূচিতে সেবা প্রদানে কর্মবিরতি ঘোষণা করায় প্রান্তিক পর্যায়ে সেবা প্রত্যাশীরা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশা নিয়ে বাড়ী ফিরবে, সেই সাথে টিকাদান কার্যক্রমও ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। এ বিষয়ে জেলা সিভিল সার্জন মহোদয় বরাবরে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণের দাবি।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর