chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা : চরপাথরঘাটায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন সিএমপি কমিশনার

চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টিতে কর্ণফুলি থানার চরপাথারঘাটা এলাকার জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

তাছাড়া এ মহামারী ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সকলকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেন তিনি।

চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে বন্দর নগরীর কর্ণফুলী থানাধীন একটি অভিজাত হলে আয়োজিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দিয়েছেন।

এর আগে আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার সময় করোনার দ্বিতীয় ঢেউ আশংকায় বিভিন্ন পেশাজীবি মানুষের সচেতনতায় মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার।

মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মিলন মাহমুদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর