chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকবাজারে কোচিং সেন্টারে অভিযান, ওরাকল ও বিসিএস হেল্প লাইনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোচিং সেন্টারের কার্যক্রম চালাচ্ছিল বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এ খবর পেয়ে নগরীর চকবাজারের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

অভিযানে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা ছাত্র জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে।

এ কারণে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর