chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাজারী গলিতে অভিযান, ৯ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির অভিযোগ পেয়ে নগরীর হাজারী গলিতে অভিযান চালিয়েছে চট্টগ্রামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় নানা অপরাধে নয়টি ফার্মেসিকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এবং সুরাইয়া ইয়াসমিন।

অভিযানে অংশ নেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান।

অভিযানে নকল গ্লিসারিন উৎপাদন কারায় পিকে সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেজাল, মেয়াদোত্তীর্ণ, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির দায়ে ৮টি ফার্মেসিকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর