chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাসায় ফিরলেন রিজভী

ডেস্ক নিউজ: হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড তাঁর স্বাস্থ্যের সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতাল থেকে রিলিজ দেন।

এর আগে ১৩ অক্টোবর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে রাজধানীর কাকরাইলে পরে ধঘানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এসময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়। গত ১১ নভেম্বর বিএসএমএমইউতে তার হার্টের এমপিআই টেস্ট করা হয়। এমপিআই পরীক্ষায় কিছু সমস্যা ধরা পরে। তাই শনিবার আবারও তার এনজিওগ্রাম করে হার্টে সমস্যা ধরা পড়ায় তার হার্টে রিং পড়ানো হয়।

এরপরশনিবার হার্টে রিং পড়ানোর মাধ্যমে এনজিওগ্রাম করা হয় রিজভীর। বর্তমানে তিনি অনেকটাই সেরে উঠেছেন বলে জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর