chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সৌদিতে বসবাসকারী সবাই করোনা ভ্যাকসিন পাবেন ফ্রি

ডেস্ক নিউজ : সৌদি আরবে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজারের বেশি। দেশটিতে বসবাসকারী আক্রান্তদের সবাইকে ফ্রি (বিনামূল্যে) করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল সোমবার এ ঘোষণো দেয় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ারের বরাত দিয়ে আল আরাবিয়া বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদি আরবে সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। কর্মকর্তারা আশা করছেন, ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই ভ্যাকসিন দিতে পারবেন।

সৌদি আরবের দৈনিক করোনাভাইরাস সংক্রান্ত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলি বলেছেন, ‘ভ্যাকসিনগুলো নিরাপদ ও কার্যকর হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।’

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর