chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে মাস্ক পড়া বাধ্যতামূলক, রাত সাড়ে আটটার পর দোকান পাট বন্ধ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশে পাশের এলাকায় বসবাসরতদের মাঝে করোনার শুরুতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তোড়জোড় থাকলেও পরে তা শিথিল হয়ে যায়।

তবে মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে এবার আগে ভাগেই বিশেষ উদ্দ্যেগ গ্রহণ করেছে চবি কর্তৃপক্ষ।

চবি ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে মাস্ক পড়া বাধ্যতামূলক এবং চবি ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় অযতা ঘোরাঘুরি সীমিত করে রাত সাড়ে আটটার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার (২৩ নভেম্বর) এ নির্দেশনা জারির সত্যতা নিশ্চিত করে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব মানা না হলে করেনার দ্বিতীয় ঢেউতে ভাইরাসটি ভয়াবহ রুপ নিতে পারে।

এমন আশংকা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত সকলকে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

তাছাড়া ক্যাম্পাসে বসবাসরত সকলের স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পাসে অযথা ঘোরাঘুরি সীমিতকরণ করে ফার্মেসি ও প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সব দোকানপাট রাত সাড়ে আটটার পর বন্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর