chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মার্কিন নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ: পুতিন

ডেস্ক নিউজ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  ‘রাশিয়া-১’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। 

পুতিন বলেছেন, আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় যে সমস্যা রয়েছে, তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট। এবারের নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের।  তিনি এই ত্রুটি সংশোধন করার জন্য আমেরিকার সরকার ও জনগণের প্রতি আহ্বানও জানান।

রাশিয়ার প্রেসিডেন্ট এমন সময় এ বক্তব্য দিলেন, যখন গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

আমেরিকার গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু ট্রাম্প এখনও পরাজয় মেনে নেননি; বরং ক্ষমতাসীন প্রেসিডেন্ট থাকাবস্থায় ব্যাপকভাবে নির্বাচনে কারচুপির অভিযোগ করে যাচ্ছেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর