chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জেলেদের জালে ধরা পড়ছে বিশাল বিশাল বাঘাইড়, খুশী মৎস্যজীবীরা

ডেস্ক নিউজ : পদ্মায় জেলেদের জালে কাঙ্খিত ইলিশ মাছ ধরা না পড়লেও একই নদীতে বড় বড় বাঘাইড়, পাঙ্গাশ, বোয়াল, রুই ও চিতল মাছ ধরা পড়ছে প্রায় প্রতিদিনই।

মাছগুলো অন্য মাছের তুলনায় বেশি দামেই বিক্রি করতে পারছে জেলেরা। এতে মহাখুশী পদ্মাপারের মৎস্যজীবিরা। গতকাল শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় ৫৭ কেজি ওজনের তিনটি বাঘাইড় মাছ ধরা পড়েছে পৃথক জেলের জালে।

জানা যায়, গতকাল শুক্রবার রাজবাড়ীর দৌলতদিয়ার দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড়।

অসেল হালদার নামে এক জেলের জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে। অসেল হালদার বলেন, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে।

নদীতে বড় বাঘাইড় মাছ ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন কয়েকজন ব্যাপারি। প্রতি কেজি ৯শ টাকা হিসেবে ২২ হাজার ৫শ টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

তাছাড়া আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের পদ্মায় দুই ভাই আনার মণ্ডল ও আফজাল মণ্ডলের জালেও ধরা পড়েছে আরো দুটি বাঘাইড় মাছ।

তারা ভিন্ন দুটি নৌকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় আনার মণ্ডলের জালে ১৭ কেজি ও তার ছোট ভাই আফজাল মণ্ডলের জালে ১৫ কেজি বাগাড় মাছ ধরা পড়ে।

মাছগুলো পারে তুলে বিক্রির উদ্দ্যেশে যখন স্থানীয় মীরগঞ্জ বাজারে নেয়া হয় তখন মাছ দুটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমাতে থাকে। পরে নিলামের মাধ্যমে প্রতি কেজি ৮শ টাকা হিসেবে ২৭ হাজার ২০০ টাকায় মাছ দুটি বিক্রি হয়।

জেলেদের খুশীতে ভাল লাগছে মন্তব্য করে বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, সম্প্রতি পদ্মায় সারাদিন জাল ফেলে ছোট সাইজের দুই-তিনটির বেশি ইলিশ জেলেদের জালে ধরা দিচ্ছে না।

অন্যদিকে কম সময়ে কম পরিশ্রম করেই একই নদীতে জেলেরা প্রতিদিনই বড় বড় মাছ শিকার করছে। ফলে জেলেরা এখন ইলিশ মাছ ধরার জাল ফেলে তারা বেড় জাল দিয়ে বড় বড় মাছ ধরছে। জেলেরা এ জাতীয় মাছগুলো অন্য মাছের চেয়ে বেশি দামেও বিক্রি করতে পেরে খুব আনন্দ করছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর