chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বিপদের নাম ঝুলন্ত তার !

ছবি প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ও গলিপথে বৈদ্যুতিক খুঁটিতে জড়িয়ে থাকা তারের জঞ্জাল সরাতে কার্যত কোনো উদ্যোগ নেই। এই জঞ্জালের কারণে আর্থিং, শর্ট সার্কিট হয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

চট্টগ্রামে বিপদের নাম ঝুলন্ত তার !
তারের জঞ্জাল: তামাকুমণ্ডিলেইন এলাকা থেকে তোলা । ছবি – এম ফয়সাল এলাহী

সরেজমিন ঘুরে দেখা গেছে, বৈদ্যুতিক তার, ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের ভারে ফুটওভার ব্রিজসহ বৈদ্যুতিক খুঁটিগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। সেসব খুঁটিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে অহরহ। এছাড়া এসব তারের জঞ্জালে নগরীর সৌন্দর্যহানিও হচ্ছে।

চট্টগ্রামে বিপদের নাম ঝুলন্ত তার
তারের জঞ্জাল: রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে তোলা । ছবি – এম ফয়সাল এলাহী

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তালিকায় থাকা অগ্নিঝুঁকিপূর্ণ এলাকাগুলোর সড়ক-অলিগলিজুড়ে লাগামহীন এসব জঞ্জাল। সংশ্লিষ্টরা শঙ্কা প্রকাশ করে বলছেন, এসব দৃষ্টিকটু জঞ্জালে সামান্য আগুনের আঁচ পেলেই দেখতে হবে পোড়া লাশের মিছিল।

নগরজুড়ে বিপজ্জ্বনক তারের জঞ্জাল
তারের জঞ্জাল: আগ্রাবাদ শেখ মুজিব রোড এলাকা থেকে তোলা । ছবি – এম ফয়সাল এলাহী

সংশ্লিষ্টরা আশঙ্কা করেছেন নিউমার্কেট, জহুর হকার্স, রেয়াজউদ্দিন বাজার, খাতুনগঞ্জ, তামাকুমণ্ডিলেইন, চকবাজার ও আগ্রাবাদের বেশ কিছু এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে যে কোন মুহুর্তে সামান্য আগুনের আঁচ পেলেই ছাই হয়ে যাবে বড়সড় এলাকা।

এসএএস/চখ

এই বিভাগের আরও খবর