chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১২ দেশের ভিসা স্থগিত করল আমিরাত

ডেস্ক নিউজ: পাকিস্তানসহ ১২ দেশের ভিসা স্থগিত করেছে আমিরাত সরকার। দেশগুলো হলো- তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া, আফগানিস্তান।

আমিরাত যে-যে বিভাগগুলোতে ভিসা দেয়, তার মধ্যে ব্যবসা, পর্যটন যেমন পড়ে, তেমন ট্রানজিট বা ছাত্র-ভিসাও রয়েছে। তবে কোন কোন বিভাগে ভিসা দেওয়া স্থগিত হচ্ছে, তা এখনো জানা যায়নি।

এর আগে চলতি বছরের জুন মাসের শুরুতে পাকিস্তানে করোনা সংক্রমণ বাড়ায় ৩ জুলাই পর্যন্ত সে দেশে বিমান পরিষেবা বন্ধ রেখেছিল এমিরেটস।

কারণ, এমিরেটসের বিমানে হংকং গিয়েছিলেন ৩০ জন পাকিস্তানি, যাদের পরে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। করোনা সংক্রমণ নিয়ে ঝুঁকি থাকায় আগস্ট মাসে পাকিস্তান ও আরও ৩০টি দেশে যাত্রিবাহী বিমান পরিষেবা বন্ধ করে কুয়েত।

গত মাসে পাকিস্তান সরকার ঘোষণা দেয়, সংক্রমণের দ্বিতীয় ঢেউ ধাক্কা মেরেছে সে দেশে। বিশেষত, করাচি, লাহৌর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, হায়দরাবাদের মতো শহরগুলোতে আক্রান্তের হার সর্বাধিক। গত সোমবার প্রধানমন্ত্রী ইমরান খান দেশের মানুষকে সচেতনভাবে এক জোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আবেদন করেছেন।

নচ/ চখ

এই বিভাগের আরও খবর