chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাস্ক না পরলে ২ হাজার রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : মাস্ক ছাড়া দিল্লির রাস্তায় প্রশাসনের হাতে ধরা পড়লে ২ হাজার রুপি জরিমানা দিতে হবে বলে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।

ভারতের রাজধানী দিল্লিতে দিনকে দিন বেড়ে চলছে করোনা সংক্রমণ। মোকাবিলা করতে এমন কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কেজরিওয়াল সরকার। এর আগে বিনা মাস্কে ধরা পড়লে জরিমানা ছিল ৫০০ রুপি।

করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়ে দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার দিল্লি সরকারকে তিরস্কার করে।
‘তারা আগে কি করছিল?’

মন্তব্য করে আদালত বলেছে, ‘বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে লোকের সংখ্যা ২০০ থেকে ৫০ এ কমাতে এত বিলম্ব কেন করা হল।’

দিল্লি স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনার কারণে ১৩১ জন মারা গেছে। নতুন করে ৭৪৮৬ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ৬৯০১ জন সুস্থ হয়ে উঠেছেন। দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩ হাজার ৮৪।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, বর্তমানে দিল্লিতে ৪২ হাজার ৪৫৮ জন রোগী আছেন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ৬৮৩ জন। তারা ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সেখানে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর