chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি’ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর আগ্রাবাদ চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের মাঠে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২০‘ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ পরিচালক মো. আজিজুল ইসলাম, উপ-সহকারী পরিচালক (জোন-২) ফরিদ আহাম্মদ চৌধুরী , উপ-সহকারী পরিচালক (জোন-৩)মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী পরিচালক মো. আলী আকবরসহ স্টেশন অফিসাররা।

এবারের সপ্তাহ পালনের মূল লক্ষ্য জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী সারা দেশে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ২১ নভেম্বর ফায়ার সার্ভিস সদর দফতরে রাষ্ট্রীয় পদকপ্রাপ্তদের মধ্যে পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ কার্যক্রমের সমাপ্তি হবে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর