chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উরুগুয়েকে হারিয়ে ব্রাজিলের টানা চতুর্থ জয়

খেলাধুলা ডেস্ক : লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা চতুর্থ জয় তুলেছে ছন্দে থাকা ব্রাজিল। বুধবার তারা উরুগুয়েকে হারিয়ে ফিরেছে তাদেরই মাটি থেকে। আর্থার ও রিচার্লিসনের গোল টিটের মুখে হাসি ফোটায়।

মন্টেভিডিওতে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় মাঠে গড়িয়েছিল খেলা। তাতে প্রথমার্ধের দুই গোলে উরুগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে টানা ১১ ম্যাচে অপরাজিত সেলেসাওরা।

ম্যাচের ৩৪ মিনিটে গোলের খাতা খোলেন আর্থার। গ্যাব্রিয়েল জেসাসের ক্রসে বল পেয়েছিলেন। জাল বরাবর নেয়া তার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে ঠিকানায় পৌঁছায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। রেনান লোদির বাতাসে ভাসানো বলে মাথা ছুঁইয়ে সাফল্য আনেন এ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি অতিথিরা। স্বাগতিকরাও ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো ম্যাচের ৭১ মিনিটে এডিনসন কাভানি লাল কার্ডে মাঠ ছাড়লে দশজনের দল হয়ে পড়ে উরুগুয়ে। প্রতিপক্ষের একজন কমের ফায়দাও তুলতে পারেনি ব্রাজিল।
টানা ৪ জয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে কোচ টিটের ব্রাজিল।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর