chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গ্রামীনফোনের বকেয়া সংক্রান্ত জটিলতা সমাধান চায় নরওয়ে

গ্রামীণফোন সংক্রান্ত জটিলতার সমাধান চায় নরওয়ে বাংলাদেশ এবং নরওয়ের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামীণফোনের চলমান সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, নরওয়ের টেলিনর কোম্পানির শেয়ার রয়েছে গ্রামীণফোনে। ইতোমধ্যে কোর্টের নির্দেশে তারা এরই মধ্যে এক হাজার কোটি টাকা জমা দিয়েছে। এরপরে কী হবে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি, বাকি পাওনার বিষয়টির আদালতের মাধ্যমে সমাধান হয়ে যাবে। তারা আমাদের কাছে আদালতের রায়ের পূর্ণ কপি চেয়েছেন। আমরা এজন্য অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে যোগাযোগ করবো।

নরওয়ের পররাষ্ট্র সচিব ম্যারিয়ানি হ্যাগান বলেন,বৈঠকে গ্রামীণফোন ইস্যুতে আলোচনা হয়েছে।আমরা কিছু উদ্বেগের কথা জানিয়েছি।গ্রামীণফোনের বিষয়টি এখন আদালতে বিচারাধীন। কিন্তু সবার জন্য ভালো হয় এমন সমাধান হলে ভালো হবে। বৈঠকে সমুদ্র অর্থনীতি, দক্ষতা উন্নয়ন ও রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। গভীর সমুদ্রে মাছ ধরাসহ সমুদ্র অর্থনীতির বিভিন্ন খাতে নরওয়ের দক্ষতা রয়েছে। এ বিষয়ে প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের জন্য নরওয়ের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। গভীর সমুদ্রে মাছ ধরার কোনো অভিজ্ঞতা নেই বাংলাদেশের এবং এ বিষয়ে সহায়তা দিতে নরওয়ে প্রস্তুত।

 

 

 

এই বিভাগের আরও খবর