chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান চসিক প্রশাসক সুজনের

নিজস্ব প্রতিবেদক : শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরবাসীকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে নগরীর কাজির দেউড়ি মোড়, কাঁচা বাজারে এবং নুর আহমদ সড়ক পর্যন্ত জনগণের মাঝে মাস্ক, সাবান, বিতরণ, মাইকিং ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে সুজন এসব কথা বলেন।

সচেতনতা সৃষ্টিমূলক কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘নো মাস্ক নো সার্ভিস’ এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন পিএস আবুল হাশেম, অতিরিক্ত প্রধান পরিছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাচ্চু, পরিছন্ন কর্মকর্তা প্রনব শর্মা, আলী আকবর, রিপন সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর