chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় মাস্ক না পরে জরিমানা গুনল ২০ জন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের পটিয়ায় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ব্যক্তিদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

মঙ্গলবার পটিয়া পৌর সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এই জরিমানা করেন। স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ২০ জনকে ১৩ টি মামলায় আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফয়সাল আহমেদ বলেন, মাইকিংসহ বিভিন্নভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার বলা হলেও অনেকে তা মানছে না। তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান চালানো হয়েছে। এ সময় ২০ জনকে মাস্ক ব্যবহার না করার কারণে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি অমান্য-কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর