chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রবির আইপিও আবেদন শুরু

ডেস্ক নিউজ: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয়েছে আজ। দেশের শেয়ারবাজার ইতিহাসের সবচেয়ে বড় আইপিও শেয়ারের আবেদন এটি। ফিক্সড প্রাইজ পদ্ধতিতে এ আবেদন চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইপিও ছেড়ে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৮০ লাখ টাকার মূলধন সংগ্রহ করতে যাচ্ছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক এ প্রতিষ্ঠানটি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটির আইপিওর প্রতিটি মার্কেটলটে রয়েছে ৫০০টি শেয়ার। সেই হিসাবে প্রতিটি মার্কেটলটের জন্য একজন বিনিয়োগকারীকে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে। চলমান নিয়ম অনুযায়ী, নিজ নিজ ব্রোকারেজ হাউসে টাকা জমা দিয়ে বিনিয়োগকারীরা আইপিওতে আবেদন করতে পারবেন।

তথ্য সূত্রে জানা গেছে, ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে রবি। এর মধ্যে ৩৮৭ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার আইপিওতে ইস্যু করা হবে বিনিয়োগকারীদের জন্য। বাকি ১৩৬ কোটি ৫ লাখ ৯ হাজার ৩৪০ টাকার শেয়ার ইস্যু করা হবে কোম্পানির কর্মকর্তাদের জন্য।

আইপিও চাঁদা গ্রহণ কার্যক্রম শুরু উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি কর্মকর্তা সাহেদ আলম বলেন, আমরা আশা করছি, দেশের মানুষ শেয়ার মার্কেটের সবচেয়ে বড় এ আইপিওতে অংশগ্রহণের মাধ্যমে সর্ববৃহৎ নেটওয়ার্ক উন্নয়নের অংশীদার হবে।

চখ/নচ