chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম থেকে সৌদি আরব ফ্লাইট চালু করতে সুজনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান বরাবরে এক চাহিদা পত্রে কর্মসূত্রে চট্টগ্রাম থেকে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের সে দেশে ফিরতে তাদের ভোগান্তি লাঘবে চট্টগ্রাম-জেদ্দা-রিয়াদ ফ্লাইট চালু করতে হস্তক্ষেপ ও আন্তরিক সুবিবেচনা প্রত্যাশা করেছেন।

চাহিদা পত্রে তিনি বলেন, চট্টগ্রামের কয়েক লক্ষ প্রবাসী সৌদি আরবে অবস্থান করেন এবং নিয়মিত আসা-যাওয়া করেন। কোভিড-১৯ সংক্রমণের শুরুর দিকে তাদের অনেকেই দেশে ফিরে এসেছিলেন। তারা এখন আবার ফিরে যেতে চান। কিন্তু চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট না থাকায় তাদের লাগেজ নিয়ে ঢাকায় গিয়ে বিমানে চড়তে হয়। অনেক ক্ষেত্রে তাদের জন্য এটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই চট্টগ্রাম থেকে সৌদি আরবগামী ফ্লাইট চালু হলে প্রতি বছর কয়েক লক্ষ সৌদি প্রবাসী অনেকটা নির্বিঘ্নে আসা-যাওয়া করতে পারবে। অবশ্য আগে চট্টগ্রাম থেকে সৌদি আরব আসা-যাওয়ার জন্য সপ্তাহে ৩/৪টি ফ্লাইট চালু ছিল।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর