chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিলিপাইনে টাইফুন ‘ভামাকো’র আঘাত, নিহত ৪২

ডেস্ক নিউজ: ফিলিপাইনে টাইফুন ‘ভামাকো’র আঘাতে হেনেছে। এতে বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। নিহত হয়েছেন ৪২, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০ জন।  

গত বুধবার (১১ নভেম্বর) ফিলিপাইনের লুজন দ্বীপে ঝড়টি আঘাত হানে। তার মাত্র এক সপ্তাহ আগে এশিয়ার দেশটিতে গত সাত বছরের মধ‌্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘গণি’ তাণ্ডব চালায়।

এদিকে ফিলিপাইনে আঘাত হানার পর সামুদ্রিক ঝড়টি দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনামে এগিয়ে যাচ্ছে। এরইমধ‌্যে ঝড়ের কেন্দ্রে থাকা কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) ঝড়টি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়তে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

ঝড়ের প্রভাবে বিমানবন্দর এবং সৈকত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জেলেদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর