chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

ডেস্ক নিউজ: বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হয়েছেন জনপ্রিয় টিভি তারকা ও নির্মাতা আফসানা মিমি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১১ নভেম্বর আফসানা মিমিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আফসানা মিমি হুমায়ুন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ নাটক দিয়ে পরিচিতি লাভ করেন। এরপর অসংখ্য নাটকে তাকে দেখা গেছে। কাজ করেছেন চিত্রা নদীর পাড়ে’র মতো কালজয়ী সিনেমাতেও। তিনি উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন।

শিল্পকলার পরিচালক হওয়ার পর আফসানা মিমি বলেন,  নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি।

এই বিভাগের আরও খবর