chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে  বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

ডেস্ক নিউজ:  কক্সবাজারের টেকনাফে  বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও খালি খোসা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফের নাফ নদীর ১নং স্লইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, নাফ নদীতে স্পীড বোট নিয়ে বিজিবি’র একটি বিশেষ দল টহল দেয়ার সময় একটি কাঠের নৌকা করে তিনজন ব্যক্তি মিয়ানমার জলসীমা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এসময় টহলরত বিজিবি’র সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে।  পরে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।  বাকি দু’জন পানিতে ঝাঁপ দিয়ে পালিয় যায়।  নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নি।

এইচএমকে/চখ

এই বিভাগের আরও খবর