chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরো ১০৮ জনের করোনা পজিটিভ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১০৮ জন। নতুন শনাক্তদের মধ্যে ৯৭ জন নগরীর ও ১১ জন উপজেলার বাসিন্দা। এসময় করোনায় কারো মৃত্যু হয়নি। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২২ হাজার ৩৩৬ জন। এ মধ্যে ১৬ হাজার ৫১৯ জন নগরীর ও ৫ হাজার ৮১৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৯ জন; এর মধ্যে ২১৫ জন নগরীর ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৩৩ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১০৬ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি। সিভাসুতে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের এবং বেসরকারি ইম্পেরিয়াল হসপিটালে ৬১ জনের নমুনার মধ্যে ২১ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনার মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর