chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তুরস্কে নিষিদ্ধ হল জনসম্মুখে ধূমপান

ডেস্ক নিউজ: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে জনসম্মুখে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক সরকার। 

বুধবার (১১ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় দেশটির সকল নাগরিকদের এ নিষেধাজ্ঞা মেনে চলার ওপরও জোর দেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে জনসম্মুখে সব নাগরিকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক জানিয়ে মন্ত্রী বলেন, “ধূমপানের সময় মানুষকে মাস্ক নামিয়ে রাখতে দেখা যায়।”

প্রসঙ্গত, ১২ নভেম্বর থেকে দেশটির সকল নাগরিকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। এরফলে ভিড় হয় এমন এলাকায় বিশেষ করে দেশটির প্রয়োজনীয় সড়ক, বাস স্টপেজগুলো এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এই বিভাগের আরও খবর