chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকার শেখার আছে : সিইসি

ডেস্ক নিউজ: বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আইইএস স্কুলে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটদান শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রধান কমিশনার  বলেন, তারা ৪/৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশে আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।

তিনি আরোও বলেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন অভিযোগ সঠিক নয়, ভোট ভালো হচ্ছে। কোনো কোনো কেন্দ্রে বিএনপি নিজেই এজেন্ট দেয়নি।

ভোটার উপস্থিতি কম প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার যাবে কি না যাবে এটা তাদের বিষয়ে, নির্বাচন কমিশন শুধু ভোটের ব্যবস্থাপনা দেখবে। বিভিন্ন কারণেই ভোটার উপস্থিতির কারণ কম হতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞরা বলতে পারবেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর