chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএসইসির অনুমোদন পেল ‘কেন্ডেলস্টোন রূপালী ব্যাংক গ্রোথ ফান্ড’

ডেস্ক নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে ‘কেন্ডেলস্টোন রূপালী ব্যাংক গ্রোথ ফান্ড’ নামের একটি বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড।

গতকাল বুধবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় প্রতিষ্ঠানটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়ে।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই মিউচ্যুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা। এর মধ্যে ১৫ কোটি টাকা দেবে ফান্ডটির উদ্যোক্তা কেন্ডেলস্টোন ইনভেস্টমেন্টস পার্টনার্স।

বাকি ৮৫ কোটি টাকা ইউনিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে কেন্ডেলস্টোন ইনভেস্টমেন্টস পার্টনার্স লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং কাস্টডিয়ান হিসেবে আছে ব্র্যাক ব্যাংক।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর