chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হংকংয়ে একসঙ্গে ১৯ এমপির পদত্যাগ

ডেস্ক নিউজ:  হংকংয়ের প্রশাসন বিরোধী দলের চার আইনপ্রণেতাকে  ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে একসঙ্গে পদত্যাগের ঘোষণা দেন বাকি ১৫ আইনপ্রণেতাও।

বুধবার সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের আগ্রাসী নীতি আমাদের সহকর্মীদের অবৈধভাবে অযোগ্য ঘোষণা করেছে। আমরা জানি ভবিষ্যতে গণতন্ত্রের লড়াইয়ে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু আমরা কখনই হাল ছাড়ব না।’

গণতন্ত্রপন্থী আইনপ্রণেতাদের একজন হংকং ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান উ চাই-ওয়াই বলেন, ‘বৃহস্পতিবার আমরা পদত্যাগপত্র জমা দেব।’

উল্লেখ্য, বুধবারে চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নতুন একটি নীতিমালা তৈরি করে। যাতে বলা হয়, হংকংয়ের কোনো এমপি স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে অথবা চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে তাদের বরখাস্ত করা যাবে। একই সঙ্গে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির সহায়তা চাইলে কিংবা অন্য কোনো উপায়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আচরণ করলে তাকেও বরখাস্ত করা যাবে।

এই নীতির আলোকে হংকংয়ের ক্ষমতাসীন সরকার গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় চার এমপিকে বরখাস্ত করে।

এর জের ধরে বিরোধীদলীয় বাকি ১৫ জন সাংসদও পদত্যাগের করলেন।

উল্লেখ্য, হংকং পার্লামেন্টের মোট ৭০টি আসনের মধ্যে গণতন্ত্রপন্থীদের দখলে রয়েছে ১৯টি আসন।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর