chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাল্য বিয়ে পড়ানোর বিষয়ে কাজীদের সতর্ক থাকার আহ্বান চসিক মেয়র প্রার্থী রেজাউলের

চট্টগ্রাম ডেস্ক : দেশে যাতে বাল্য বিবাহ হতে না পারে সে ব্যাপারে কাজীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের বদ্দারহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম কাজী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হতে পারলে বাল্য বিবাহ প্রতিরোধ ও মেয়েদের উপর অহেতুক সংসার নামক যে দায়িত্বরভার চাপিয়ে দেয়া হয় তা রোধে কাজী সমাজকে নিয়ে কাজ করবো।

অনুষ্ঠানে, ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ’কে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের ঘটনাকে ন্যাক্কারজনক ঘটনা বলে এর নিন্দা করেন কাজী সমিতিন নেতারা।

চট্টগ্রাম জেলা বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিঃ কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন, বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিঃ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মামুনুর রশীদ-সহ কাজী সমিতির নেতারা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর