chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘দুষ্টুমি’ করতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ:  রাজধানীর মুগদা গোলাপবাগ এলাকার একটি বাসা থেকে গলায় গামছা পেঁচানো ওম প্রসাদ (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের ধারণা, দুষ্টুমি করতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে সে মারা গেছে।

ওম এর চাচা দীননাথ দাস জানায়, দুপুরে সে অনলাইনে ক্লাস করে। পরে মা গীতা রানী দাসের কাছে ভাত খেতে চায়। মা ওমকে বলে গোসল করে আসতে। এর কিছুক্ষণ পর দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করে কোন সাড়া-শব্দ পাওয়া না গেলে দরজা ভেঙ্গে ওমকে জানালার সঙ্গে গামছা দিয়ে ঝুলতে দেখা যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কামরুল/নচ

এই বিভাগের আরও খবর