chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বের আরও সাড়ে ৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু ৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪২ হাজার ৯৪ জন মানুষের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ৭৪৯ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় নতুন করে মারা গেছেন ৯ হাজার ১৮৬ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১২ লাখ ৭৮ হাজার ৫৩৪ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৬৩ লাখ ৮৫ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ২২ হাজার ৪৪৫ জন রোগী।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ৫৯ হাজার ১৮৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৯৯ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৩৫ হাজার ৭৫৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ৬১৫ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৭ লাখ ১ হাজার ২৮৩ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৮৪২ জনের।

চারে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১৮ লাখ ২৯ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৪২ হাজার ২০২ জনের।

পাঁচে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৮ লাখ ১৭ হাজারের অধিক। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ১৬১ জন।

ছয়ে থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৪৪ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি ঘটেছে ৩৯ হাজার ৭৫৬ জনের।

বাংলাদেশের গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ১০৮ জনের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর